![আর্ত মানবতার সেবায় ইবি ছাত্রলীগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/abnews-24.bbb_136820.jpg)
ইবি (কুষ্টিয়া), ২৫ এপ্রিল, এবিনিউজ: আর্থিক সহায়তা নিয়ে আর্ত মানবতার সেবায় আবারো এগিয়ে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পিত্ত থলিতে পাথরের অপারেশনে আর্থিক সহযোগিতা নিয়ে লক্ষীরানী নামের এক অসহায় নারীর পাশে দাড়িয়েছে তারা। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু হল প্রভোস্টের কার্যালয়ে তার হাতে নগদ প্রায় সাড়ে ৭হাজার টাকা তুলে দেয়া হয়।
জানা যায়, লক্ষীরানী বঙ্গবন্ধু হলে ১০বছর ধরে ধোপা হিসেবে কাজ করে আসছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগে আক্রন্ত। সম্প্রতি তার পিত্ত থলিতে পাথর শনাক্ত হয়। পাথর অপারেশনে তার প্রায় ২৫ হাজার টাকা চিকিৎসা ব্যয় প্রয়োজন বলে জানায় চিকিৎসকরা। তার পক্ষে এই ব্যয়ভার বহন সম্ভব নয় বলে তিনি ছাত্রলীগনেতা আরাফাতের শরণাপন্ন হন। পরে তারা তাকে এই সহায়তা করে।
এসময় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দীকী আরাফাতসহ নেতাকর্মীরা।
আর্থিক সহযোগিতা পেয়ে খুশি হয়ে লক্ষীরানী বলেন, ‘আমি আজ ১০ বছর ধরে এই হলে কাজ করছি। আমার দুটি মেয়ে ছাড়া কোন ছেলে সন্তান নেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আমার সন্তান। আমি সবার জন্য আর্শীবাদ করি তারা যেন অনেক বড় মানুষ হয়।’
ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দীকী আরাফাত বলেন, ‘হলের এক স্টাফের অসুস্থতার খবর পেয়ে আমার কর্মীদের জানাই। পরে বিভিন্ন হল থেকে টাকা তুলে তাকে সহযোগিতা করি।
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট শাহাদৎ হোসেন আজাদ বলেন, বাড়ি থেকে পাঠানো টাকা বাঁচিয়ে যে শিক্ষার্থীরা আজ এমন আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছে তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে।’ এসময় তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা