বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে কমে এসেছে ম্যালেরিয়া রোগের প্রভাব

শ্রীমঙ্গলে কমে এসেছে ম্যালেরিয়া রোগের প্রভাব

মৌলভীবাজার, ২৫ এপ্রিল, এবিনিউজ: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ম্যালেরিয়া কমে এসেছে। গত বছর (২০১৭) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া গেছে মাত্র ৮ জন। এরমধ্যে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং বেসরকারি সংস্থা কর্তৃক আক্রান্ত রোগী পাওয়া গেছে ৪ জন।

গত বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৩ হাজার ৯৫৩ জনের রক্ত পরীক্ষা করে এই ৮ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া যায়। যদিও শ্রীমঙ্গল উপজেলায় ম্যালেরিয়ার ঝুঁকিপূর্ণ গ্রাম রয়েছে ২৬টি এবং ঝুঁকিপূর্ণ বাড়ী রয়েছে ১৩ হাজার ২৫টি।

ব্র্যাক সূত্র জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও রাজনগর হচ্ছে ম্যালেরিয়া প্রবণ এলাকা। ২০০৭ সালে ব্র্যাক ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া নির্মূলে শ্রীমঙ্গলে কাজ শুরু করে। এর অংশ হিসেবে ম্যালেরিয়া দ্রুত সনাক্তকরণ, চিকিৎসা সেবা মাঠ পর্যায়ে বিস্তৃতকরণ, দীর্ঘস্থায়ী কীটনাশক মশারী বিতরণ, এডভোকেসী, কমিউনিকেশন ও সোশ্যাল মোবিলাইজেশন জোরদার করা, ম্যালেরিয়া বাহক মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রভৃতি কাজ করে আসছে।

ব্র্যাক সূত্র আরো জানায়, এ পর্যন্ত ব্র্যাক শ্রীমঙ্গল উপজেলায় ১ লাখ ২০ হাজার কীটনাশকযুক্ত মশারী বিতরণ করেছে। যার মধ্যে বর্তমানে ৪৭ হাজার ৩০০ মশারী সক্রিয় আছে। ২০২১ সালের মধ্যে ১৩ টি ম্যালেরিয়া প্রবণ জেলায় প্রতি হাজার জনসংখ্যায় বার্ষিক সংক্রমনের হার ১.৫৮ থেকে কমিয়ে ০.৪৬ এর নিচে নামিয়ে আনা, ২০২১ সালের মধ্যে ১৩ টি ম্যালেরিয়া প্রবণ জেলার মধ্যে ৮টি জেলায় ম্যালেরিয়ার সংক্রমণ রোধ করা এবং অবশিষ্ট ৫১টি জেলাকে ম্যালেরিয়া মুক্তকরণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত