বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ছিটমহল দাশিয়ার ছড়ায় মসজিদের উদ্বোধন ও ক্লিনিকের ভিত্তি প্রস্থর স্থাপন

ছিটমহল দাশিয়ার ছড়ায় মসজিদের উদ্বোধন ও ক্লিনিকের ভিত্তি প্রস্থর স্থাপন

ছিটমহল দাশিয়ার ছড়ায় মসজিদের উদ্বোধন ও ক্লিনিকের ভিত্তি প্রস্থর স্থাপন

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২৫ এপ্রিল, এবিনিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় নির্মাণ কাজ শেষ হওয়া মুছল্লিদের নামাজ আদায়ের জন্য ৪টি মসজিদের উদ্বোধন এবং বাসিন্দাদের স্বাস্থ্য সেবাদানের জন্য একটি কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মসজিদ ৫টি হল কালিরহাট জামে মসজিদ, ছোটকামাত জামে মসজিদ, সমন্বয়টারী জামে মসজিদ, চেয়ারম্যানটারী জামে মসজিদ ও কামালপুর জামে মসজিদ।

অন্যদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বিলুপ্ত ছিটমহলের খড়িয়াটারী কমিউনিটি ক্লিনিকের যার প্রাক্কলিত ব্যয় ২৫ লাখ টাকা। গতকাল বুধবার সকাল ১১টায় মসজিদ উদ্বোধন ও কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম সাবেক সাংসদ সদস্য, জেলা পরিষদ প্রসাশক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জাফর আলী। এসময় সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাঃ সম্পাদক গোলাম রব্বানী সরকার,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম যুবলীগ সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত