মাদারীপুর, ২৫ এপ্রিল, এবিনিউজ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপি’র সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদারীপুর জেলা বিএনপি’র নেতাকর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টায় ও বেলা ১১টায় পৌর এলাকার রেন্ডিতলা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সদর উপজেলা বিএনপির সভাপতি জাফল আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি বাবুল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর থানা বিনএপির বিএনপির সাধারণ সম্পাদক মাতুর্জা আলম ঢালী, পৌর বিএনপির সভাপতি শরীফ সাইফুল, জেলা ছাত্রদল সভাপতি মফাজ্জেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম মুন্সি, ছাত্রদল নেতা জাকির হোসনেসহ মুক্তিযোদ্ধা প্রজম্মদল নেতা শাহিন প্রমুখ।।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য কাজী হুমায়ন কবির ও জেলা বিএনপির সহসভাপতি মোঃ ছোহরাব হোসেন হাওরাদার, আঃ রব বেপারী , জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সালে ফকির, জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক মোঃ হেমায়েত হোসেন, যুবদল নেতা ও সাবেক সনাবি কলেজ সভাপতি মিজান শিকদার, লুৎফর রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাবরণ করতে হচ্ছে। সেই সাথে অন্যান্য নেতাকর্মীকেও সাজা ভোগ করতে হচ্ছে। আমরা দেশের সাধারণ মানুষের পক্ষে আন্দোলন করেছি। আগামীতে এই স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের নেতাকর্মীদের মুক্ত না করলে আগামীতে কঠোর আন্দোলনে মাধ্যমে রাজবন্দিদের মুক্ত করে আনা হবে।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/তোহা