![মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/sarok-durghatana_136831.jpg)
জামালপুর, ২৫ এপ্রিল, এবিনিউজ: জামালপুরের মেলান্দহে আজ বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় পথচারী লালু (৬৫) মারাগেছে। নিহত লালু ঘোষেরপাড়া ইউনিয়নের আমির্ত্তী গ্রামে। জানাগেছে, হাজরাবাড়ি দাঁতভাঙ্গা ব্রিজের উপর দিয়ে পথচারি লালু পারাপার হবার সময় মাদারগঞ্জ থেকে হাজরাবাড়িগামী একটি ভটভড়ি পিছন থেকে ধাক্কা দিলে নদীতে পড়ে মারা যায়। এলাকাবাসি ভটভড়ি আটক করলেও চালক পালিয়ে যায়।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা