বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইতালির কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

ইতালির কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : রাশিয়া বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ২০২২ সালের কাতার বিশ্বকাপকে নজরে রেখে কাজ শুরু করেছে ইউরোপের জায়ান্ট দল ইতালি।

রাশিয়া বিশ্বকাপের পর্দা ওঠার আগেই এবার বড় অঘটনের শিকার ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি এবার বাছাইপর্বের বাঁধা পেরিয়ে মূল মঞ্চেই আসতে পারেনি।

এবার নিজেদের ঢেলে সাজাতে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ কার্লো আনচেলত্তিকে নাকি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে ইতালি ফুটবল ফেডারেশন। ইতালিয়ান গনমধ্যামগুলো এমনটাই দাবি করছে।

রিয়াল মাদ্রিদ থেকে দায়িত্ব ছাড়ার পর বুন্দেসলিগার ক্লাব বায়ার্নে যোগ দিয়েছিলেন আনচেলত্তি। তবে গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি।৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ কোচকে দু’বছরের জন্য নাকি প্রস্তাব দিচ্ছে ইতালি জাতীয় দল। সোমবার ইতালি ফুটবল ফেডারেশনের প্রধান রবার্তো ফাব্রিসিনি বলেন, ‘আলেজান্দ্রো কোস্তাকুর্তা ও আমার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে কার্লো আনচেলত্তির।’

ইতালি জাতীয় দলে বর্তমানে কোচের দায়িত্বে রয়েছেন লুইগি ডি বিয়াগিও। তবে নিজেদের আরও উন্নতির জন্য অভিজ্ঞ কোচ আনচেলত্তিকে চাইছে ইতালি ফুটবল ফেডারেশন। আনচেলত্তি ছাড়াও রবার্তো ম্যানচিনি, ক্লাওদিও রানিয়েরি এবং অ্যান্তোনিও কন্তের ইতালির জাতীয় দলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন রয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত