![আদমদীঘিতে মোটরসাইকেল চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/motorcycle-chintai-logo_136839.jpg)
আদমদীঘি (বগুড়া), ২৫ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার আদমদীঘি সোনালী ব্যাংকের সামনে থেকে আজ বুধবার দিন দুপুরে বাজাজ সিডি ১০০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় থানাপুলিশকে অবহতি করেছেন।
জানাযায়, আদমদীঘির ডালম্বা গ্রামের মোসলিম উদ্দিন মন্ডলের ছেলে মামুন মন্ডল বুধবার দুপুর ১২ টার সময় তার ব্যবহারিত বাজাজ সিটি ১০০সিসি মোটরসাইকেল সোনালী ব্যাংকের নীচে রেখে ব্যাংকে কাজ শেরে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়ে।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা