![দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/power-plant_136842.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : মঙ্গলবার দিবাগত রাত ১১টায় দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।
গত ১৯ মার্চ এ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।
আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত ১৯ মার্চ উৎপাদন ছিল ১০ হাজার ৮৪ মেগাওয়াট।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, এবারের গ্রীষ্মে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয়েছে ১২ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, বুধবার দেশে বিদ্যুতের চাহিদা ১০ হাজার ৫০০ মেগাওয়াট।
উল্লেখ্য, বর্তমানে ১১ হাজারেরও বেশি মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৬ হাজার ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। যেখানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪৩৩ কিলোওয়াট। সব মিলিয়ে ৯০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের সুবিধা পাচ্ছে।
এবিএন/জনি/জসিম/জেডি