ঝিনাইদহ, ২৫ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব রনক, যুগ্ম আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আশরাফুল আশরাফ সহ ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ শহরের কচাতলা অফিস থেকে বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের পরিবারের অভিযোগ, সব মামলায় জামিন থাকলেও কী কারণে তাদের আটক করা হয়েছে তা তারা জানেন না।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জনান, শহরের আদর্শপাড়ায় যুবদলের আহবায়ক আহসান হাবীব রনক সহ কয়েক নেতা-কর্মী নাশকতা সৃষ্টির পরিকল্পনা চালাচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/যবনিকা/জসিম/এনকে