![আদমদীঘিতে ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/atok@abvnews_136849.jpg)
আদমদীঘি (বগুড়া), ২৫ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জন পলাতক আসামী গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে এসআই ফজলুর রহমানসহ সঙ্গীয় ফোর্স আদালতের বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলার মুরইল বাজারের মোসলেম উদ্দিনের ছেলে আকাশ মন্ডল,
বশিপুর গ্রামের মৃত সাঈদ হোসেনের ছেলে মোমিন হোসেন, বাগবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আসলাম হোসেন, ও কাশিমিলা গ্রামের রেজাদুলের ছেলে ইদ্রিস আলী কে গ্রেফতার করেছে। এছাড়া গত মঙ্গলবার রাতে বিশেষ এক অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রামের জিয়াউল হকের ছেলে মিনহাজ ও মৃত শফির ছেলে আসাদুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা