![শেরপুরে নিহত শ্রমিক নেতার পরিবারে অনুদান প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/abnews-24.b_136852.jpg)
শেরপুর (বগুড়া), ২৫ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় পরিবহন শ্রমিক নেতা জুয়েল খানের মৃত্যু হয়েছে। সে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজ উদ্দিন খানের ছোট ভাই।
গতকাল বিকেল ৫টায় উপজেলা চত্ত্বরে মরহুমের জানাযা পূর্বে এক আলোচনা সভা শেষে মরহুমের পরিবারের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আজিবন দাতা উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা, শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, সাধারন সম্পাদক মতিউর রহমান মতি,
বগুড়া জেলা পৌর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার সাদেক, কবির হোসেন, মিঠু খান প্রমুখ। জানাযা শেষে উলিপুর পৌর কবরস্তানে দাফন করা হয়। মরহুম জুয়েল খাঁন শেরপুর পৌরসভায় পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। কাভার্ডভ্যানটি বর্তমানে শেরপুর থানা হেফাজতে রয়েছে।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা