![ঝিনাইদহে শিশুদের দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/sova_abnews_136854.jpg)
ঝিনাইদহ, ২৫ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহে শিশুদের নিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমীর আয়োজনে বুধবার সকালে এ উৎসবের উদ্বোধন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি (অপরাশেন) মহসীন হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানম, প্রবীণ রাজনীতিবিদ মানোয়ার হোসেন।
পরে শিশু একাডেমী চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে গান, নৃত্য, নাটকসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। এতে জেলার মহেশপুর উপজেলা দল, হরিণাকুন্ডু উপজেলা দল, শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
এবিএন/যবনিকা/জসিম/এমসি