![লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/rally_abnews_136856.jpg)
লক্ষ্মীপুর, ২৫ এপ্রিল, এবিনিউজ : খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির নেতা-কর্মীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, অ্যাডভোকেট সোহেল মাহমুদ, সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভূলু, সদর পশ্চিম যুবদলের আহবায়ক মিলন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাসান সোহেল, ছাত্রদল নেতা মোসাদ্দেক হোসেন বাবর, আকবর হোসেন, সোহেল, হুমায়ুন কবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদান করে বর্তমান সরকার। অনতিবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করেন তারা।
মানববন্ধনে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি