![গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/abnews-24.bb_136857.jpg)
গাইবান্ধা, ২৫ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ বুধবার দুপুরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ ভবন চত্ত্বরে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধার এলজিএসপি-৩ জেলা সমন্বয়কারী (ডিএফ) অরুনদর্শী চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সিজু মিয়া, মমতাজ ইসলাম, রঘুনাথপুর এম.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব খন্দকার ও কৃষক প্রতিনিধি মুনছুর আলী প্রমুখ।
পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের ২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মাসুদার রহমান। এ সময় অন্যান্য ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা