![গাইবান্ধায় জেলা বিএনপির মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/abnews-24.bbbb_136861.jpg)
গাইবান্ধা, ২৫ এপ্রিল, এবিনিউজ: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুচিকিৎসার দাবীতে আজ বুধবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ হারুন, বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সাইফুল আলম সাজা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কামারুল হাসান সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ আলমগীর, কাজী আমিরূল ইসলাম ফকু, ইলিয়াস হোসেন, সাদেকুল ইসলাম নান্নু, আব্দুস সালাম মিয়া, ওয়াজেদ আলী, পৌর কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্ণা, আবু আলা মওদুদ, আব্দুর রাজ্জাক ভুট্টু, ছাত্রদল জেলা সভাপতি জাকারিয়া আলম জিম প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আবারও বিএনপিকে বাদ দিয়ে আরো একটি ভোটার বিহীন নির্বাচন করতে চায়। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো তারা স্বপ্ন দেখছে। কিন্তু তাদের এ স্বপ্ন পূরণ হবে না। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা