ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : আজ বুধবার আইসিসি প্রকাশ করেছে ২০১৯ বিশ্বকাপের সূচি। সূচি অনুযায়ী আগামী বছরের ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপের লড়াই শুরু করবে বাংলাদেশ। ইংল্যান্ডের ১১টি ভেন্যুতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের খেলার সময় সূচি:![বিশ্বকাপের সূচি প্রকাশ: ১ম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দ.আফ্রিকা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/for_details/1524660862-bb-m_136865_0.jpg)
পূর্ণাঙ্গ সূচি:
![বিশ্বকাপের সূচি প্রকাশ: ১ম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দ.আফ্রিকা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/for_details/1524661060-fixture_136865_1.jpg)
এবিএন/মমিন/জসিম