![বোদায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/abnews-24.bbbbbbb_136868.jpg)
বোদা (পঞ্চগড়), ২৫ এপ্রিল, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া রামকৃষ্ণ মন্দির, কামাতপাড়া, লক্ষীগড়, বামনপাড়া ও বাসন্তীধাম এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম টবি, সাকোয়া ইউ’পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা