![বোদায় একশ মিলিয়ন শীর্ষক ক্যাম্পেইনের আলোচনা ও পুরস্কার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/panchogoar_abnews24_136869.jpg)
বোদা (পঞ্চগড়), ২৫ এপ্রিল, এবিনিউজ: দশ কোটি শিক্ষা বঞ্চিত মানুষের জন্য আমরা দশ কোটি, ‘আমাদের ভবিষ্যৎ আমরাই গড়ব’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদায় সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষে নিয়ে একশ মিলিয়ন ফর একশ মিলিয়ন শীর্ষক ক্যাম্পেইনের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিকশিত বাংলাদেশ এর আয়োজনে গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারুক আলম টবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বোদা মহিলা মহাবিদ্যালয়েল সহকারী অধ্যাপক ইমরান আল আমিন, হাঙ্গার ফ্রি ওয়ান্ডের সহকারী প্রোগ্রাাম অফিসার অনিল শর্মা। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা