
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : শত সমালোচনা হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আধ্যাত্মিক গুরু বুশরা মানেকাকে নিজের তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন ইমরান খান। কিন্তু দু’মাস যেতে না যেতেই ফাটল ধরেছে তাদের সদ্য পাতা সংসারে। দেশটির অন্যতম রাজনৈতিক দল পাকিস্তান-তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এই নেতার নতুন দাম্পত্য জীবনে হঠাৎ করে কেন এমন ফাটল?
জানা গেছে, বুশরার আগের সংসারের ছেলের কারণেই এমন ঘটনা। এই বিয়ের আগে ইমরান খান শর্ত দিয়েছিলেন বুশরার পরিবারের কেউ যেন বেশিদিন না থাকে তার বাড়ি ‘বনি গালা’ তে।
বুশরার ছেলে অনেক দিন ধরেই বনি গালাতে থাকায় চটেছেন ইমরান খান। বুশরা আপাতত তার বাবার বাড়িতেই অবস্থান নিচ্ছে।
এই বিয়েতে ইমরান খানের বোনেরা অমত ছিল। তারাও এখন বনি গালাতে এসে থাকছে। এখান থেকেই মূলত সন্দেহটা বাড়িয়ে দিয়েছে।
পিটিআইয়ের এই নেতা ১৯৯৫ সালে প্রথমবার বিয়ে করেছিলেন সাংবাদিক জেমাইমা গোল্ড স্মিথকে। ২০১৪ সালে সংসার ভাঙে তাদের। ২০১৫ সালে আরেক সাংবাদিক রেহাম খানকে বিয়ে করার বিষয়টি সামনে আসে। কিন্তু সে বছরই বিয়ে ভেঙে যায় এই তারকা দম্পতির।
এবিএন/মমিন/জসিম