![ভোলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভাংচুর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/bhola_abnews24 copy_136877.jpg)
ভোলা, ২৫ এপ্রিল, এবিনিউজ: ভোলায় এইচএসসি পরীক্ষাহলে শিক্ষকের হ্যান্ড মাইক ব্যাবহার ও করাগার্ড দেওয়ায় ভাংচুরের ঘটনা ঘটেছে ভোলা সরকারী মহিলা কলেজে কেন্দ্র। আজ বুধবার ছিলো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ২য় পত্র পরীক্ষা।
একে কঠিন পরীক্ষা। তার উপর পরীক্ষা রুমে হ্যান্ড মাইক ব্যাবহার করে শিক্ষকের কথা বলা এবং করা গার্ড দেওয়া। এই দুইকে কেন্দ্র করে ৩০০৩ নং কক্ষে পরীক্ষায় বসা ভোলা সরকারী কলেজ ও নাজিউর রহমান ডিগ্রি কলেজের ১২০ জন পরীক্ষার্থীরা ক্ষেপে গিয়ে পরীক্ষা শেষে ভোলা সরকারী ফজিলাতুন নেছা মহিলা কলেজ জানালার কাচ ভাঙচুর করে।
ঐ কক্ষে পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী জানায়,পরীক্ষার হলে গার্ড দেওয়া অবস্থায় হ্যান্ড মাইকের সাহায্যে কথা বলা এবং করা গার্ড দেওয়ায়। আমরা সবাই খিপ্ত হয়ে এ কাজ করেছি। কারন হ্যান্ড মাইক ব্যবহার করায় আমরা সঠিক ভাবে অংক করতে পারছিলাম না একে তার উপর সে করা গার্ড দিয়েছে।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা