![ভোলায় এমপি’র রোগমুক্তি কামনায় সচেতন নাগরিক পরিষদের দোয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/dowa_abnews_136879.jpg)
ভোলা, ২৫ এপ্রিল, এবিনিউজ : ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদ।
আজ বুধবার বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়াতনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি এ্যাডভোকেট নুরুল আমীন নুরনবীর সভাপতিত্বে আলী আজম মুকুলের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এবং ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, সদর উপজলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছা সেবক লীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলী আজম মুকুলের সর্বশেষ শারিরিক অবস্থা ও দোয়া কামনা করে সিঙ্গাপুর থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলী আজম মুকুলের ছোট ভাই মইনুল হোসেন বিপ্লব।
এসময় তিনি বলেন, আলী আজম মুকুলের অবস্থা বর্তমানে আগের চেয়ে উন্নতির দিকে। সে সকলের সাথে কথা বলতে ও স্বাভাবিক খাবার খেতে পারেন। এছাড়াও মুকুলে অসুস্থ্য হওয়ার খবরে যারা তাঁর জন্য দোয়া করেছেন তাদের প্রতিও কৃজ্ঞতা জানান বিপ্লব। বিপ্লবের বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। মুকুল অতি শ্রিগ্রই সুস্থ্য হয়ে আবার সকলের মাঝে ফিরে আসবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা আলী আজম মুকলের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বডিং মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখে আলী আজম মুকুল এমপি সিঙ্গাপুরে সফররত অবস্থ্যায় মাথায় টিউমার জনিত রোগ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি