বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • পেসারদের ক্যাম্প দিয়ে শুরু এইচপি কার্যক্রম: দূর্জয়

পেসারদের ক্যাম্প দিয়ে শুরু এইচপি কার্যক্রম: দূর্জয়

পেসারদের ক্যাম্প দিয়ে শুরু এইচপি কার্যক্রম: দূর্জয়

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : আগামী ২৩ মে পেসারদের ক্যাম্প দিয়ে শুরু হবে এ বছরের বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডের কার্যক্রম। ঢাকায় নয় এবার পেসারদের ক্যাম্প করে সাগর পাড়ে কক্সবাজার স্টেডিয়ামে।

আজ বিসিবির নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালক ও এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান ‍দূর্জয়। বৈঠক শেষে বেরিয়ে তিনি জানান, কক্সবাজারে পেসারদের ক্যাম্পে ১৪-১৫ জন যাবে। তারা প্রাথমিক স্কোয়াডে থাকবে। মূল স্কোয়াডে সুযোগ পাবে ক্যাম্পে ভালো করা পেসাররা।

এদিকে গত বছর পেসারদের জন্য উড়িয়ে আনা হয়েছিল পাকিস্তানের আকিব জাভেদকে। এক সপ্তাহ ক্রিকেটারদের নিয়ে কাজ করেন তিনি। তবে এবার কাউকে আনবে না বিসিবি। কারণ এইচপির জন্য আলাদা করে নিয়োগ দেওয়া হয়েছে পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকে।

তবে স্পিন কিংবা বিশেষজ্ঞ ব্যাটিং কোচ আনার ইচ্ছা রয়েছে দূর্জয়ের,‘স্পিন বোলিং আনা হতে পারে। পাশাপাশি ভালো ব্যাটসম্যানের অভিজ্ঞতা যদি আমরা শেয়ার করাতে পারি তাহলে প্লেয়ারদের সেটা কাজে দিবে।’পেসারদের ক্যাম্প দিয়ে শুরু এইচপি কার্যক্রম: দূর্জয়এবার এইচপি এবং ‘এ’ দলকে সমন্বয় করে তৈরি করা হবে স্কোয়াড।

ক্রিকেটারদের শতভাগ মনোযোগ ক্যাম্পে যেন থাকে সেজন্য ঢাকার বাইরে ক্যাম্প পরিচালনা করতে আগ্রহী নাঈমুর রহমান। তার ভাষ্য,‘খেলোয়াড়রা আসলে ঢাকায় থাকলে মনোযোগটা আসলে সেভাবে দেয় না! আমি ব্যক্তিগতভাবে এটা অনুভব করি। ক্রিকেট প্লেয়িং নেশনন্স গুলোতে যেটা দেখেছি এবং একাডেমিতে দেখিছি তারা সবাই কিন্তু বাইরে ক্যাম্প করে। পুরো সপ্তাহ ক্যাম্প করল। উইকেন্ডে পরিবারের সাথে কাটিয়ে আবার চলে গেল। তাতে ফোকাসটা ক্রিকেটে বেশি থাকে।’পেসারদের ক্যাম্প দিয়ে শুরু এইচপি কার্যক্রম: দূর্জয়

‘ঢাকার বাইরে বলতে, সিলেট প্রস্তুত আছে, বিকেএসপি হতে পারে। পেস বোলাররা শুরুতেই কক্সবাজার চলে যাচ্ছে। চট্টগ্রামেও আমাদের সুযোগ সুবিধা আছে। আমরা চাচ্ছি একটু দূরে থাকুক যেন পুরো ফোকাসটা ক্যাম্পে রাখতে পারে।’- যোগ করেন তিনি।

এছাড়া ক্রিকেটাদের ক্রিকেট জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক,‘ক্রিকেট জ্ঞান বাড়ানোর জন্য কিছু ওয়ার্কশপ বা বৈঠক; এমন কিছু আয়োজন করবো। আমাদের প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে তাদের বসাব যেন তারা আন্তর্জাতিক ক্রিকেটেরর অভিজ্ঞতা, ভিউটা আদান-প্রদান করতে পারবে।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত