
আশাশুনি (সাতক্ষীরা), ২৫ এপ্রিল, এবিনিউজ : আশাশুনিতে একীভূত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লিলিয়েন ফ-স এর অর্থায়নে ডিআরআরএ এর সহযোগিতায় আইডিয়ালের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন।
আইডিয়ালের পরিচালক কৃষিবিদ ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ সুমন ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক শিক্ষা অফিসার শামছুন্নাহার, পিআইও অফিসের উপ সহকারী প্রকৌশলী মামুন অর রশিদ।
আরো বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আইডিয়ালের প্রোগ্রাম ফোকাল আহসানুল ইসলাম মিঠু, কেন্দ্র ব্যবস্থাপক শাহাবুদ্দিন, সুপারভাইজার সুব্রত বাছাড়, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মনিরা খাতুন, মফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন ডিআরআরএ’র প্রতিনিধি শামীম আহমেদ।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি