বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • বাংলাদেশের যুবারা ১০-৪ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে

বাংলাদেশের যুবারা ১০-৪ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে

বাংলাদেশের যুবারা ১০-৪ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : যুব অলিম্পিক হকির বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ বুধবার থাইল্যান্ডে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১০-৪ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। বাংলাদেশের মহসিন করেছেন ৩ গোল। দুটি করে গোল করেছেন শাওন, আবেদ ও শিশির। একটি গোল করেছেন রাকিবুল হাসান।

চতুর্থ মিনিটে বাংলাদেশেকে এগিয়ে দেন মহসিন। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবেদ। এরপর সিঙ্গাপুর এক গোল করে ব্যবধান কমায়। তার কিছুক্ষণ পর শাওনের জোড়া গোলে জয়ের দিকে এগুতে থাকে বাংলাদেশ। সিঙ্গাপুর এক পর্যায় বাংলাদেশের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে। তবে শেষ পর্যন্ত তারা ম্যাচে ফিরতে পারেনি।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ মালয়েশিয়া, পাকিস্তান ও চাইনিজ তাইপে। বাছাইপর্বের সেরা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত