শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ধুনটে সাংবাদিক শ্রাবণের পিতার ইন্তেকাল

ধুনটে সাংবাদিক শ্রাবণের পিতার ইন্তেকাল

ধুনট (বগুড়া), ২৫ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনটে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণের পিতা আলহাজ্ব আব্দুল গফুর ক্বারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার দুপুর ২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো: এরফান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।

আরো রয়েছেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, নুরহাজান আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক মাসুদ রানা, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারন সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত