![দিল্লির অধিনায়ক থেকে সরে দাড়ালেন গম্ভীর](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/dilli_136894.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : ব্যর্থতার দায় নিয়ে আইপিএল এর দল দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। তার পরিবর্তে এই মৌসুমের আইপিএল-এ বাকি ম্যাচগুলিতে দিল্লির অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে তরুণ শ্রেয়স আইয়ারকে। দিল্লির দলপতি হয়ে সম্মানিত বোধ করছেন শ্রেয়স আইয়ার।
অধিনায়কের পদ থেকে সরে যাওয়া নিয়ে ২ বারের আইপিএল জয়ী অধিনায়ক গম্ভীর বলেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের জন্য যতটা করার প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি। একজন কর্তব্যপরায়ণ ক্যাপ্টেন হিসেবে আমাকেই এই দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, এটাই সরে দাঁড়াবার উপযুক্ত সময়।’
সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর আরও বলেন, ‘দল যেখানে দাঁড়িয়ে, তার সম্পূর্ণ দায় আমার। আর সেটা ভেবেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রেয়স আইয়ার এবার দায়িত্ব নেবেন। আমার মনে হয় আমাদের দল এই পরিস্থিতি থেকেও ছবিটা পাল্টে দিতে পারে।’
এবিএন/মমিন/জসিম