বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ ৭ জনের পদত্যাগ

মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ ৭ জনের পদত্যাগ

মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিসহ ৭ জনের পদত্যাগ

লালমনিরহাট, ২৬ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি খলিলুর রহমানসহ কমিটি’র ৭ জন সদস্য পদত্যাগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ শিপুর সাথে কমিটি’র সদস্যদের বনিবনতা হচ্ছে না উল্লেখ করে তারা পদত্যাগ করেন।

গতকাল বুধবার হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরিত পদত্যাগ পত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ শিপু বিদ্যালয়ের উন্নয়নসহ সকল ক্ষেত্রে নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহন করেন। অভিভাবকদের সাথে প্রধান শিক্ষকের কোনো সর্ম্পক নাই।

পদত্যাগকারী অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি জাবেদ আলী, সদস্য আফরোজা বেগম, মশিয়ার রহমান, জিল্লুর রহমান, শিউলী বেগম ও আঞ্জুয়ারা বেগম। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গড্ডিমারী ইউপি সদস্য খলিলুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রধান শিক্ষক সুলতান আহেম্মদ শিপু জানান, তিনি সকল নিয়ম নীতি মেনেই বিদ্যালয় পরিচালনা করছেন। কমিটির সাথে তার ও অন্য শিক্ষকদের সু-সর্ম্পক রয়েছে। তারপরও কি কারণে তারা পদত্যাগ করছে তা তার জানা নেই।

হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অফিসের কাজে আমি রংপুরে আছি। শুনেছি, একটি পদত্যাগ পত্র আমার অফিসে দিয়ে গেছেন। অফিসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত