বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে শিলা বৃষ্টিতে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি

গফরগাঁওয়ে শিলা বৃষ্টিতে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি

গফরগাঁওয়ে শিলা বৃষ্টিতে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি

গফরগাঁও (ময়মনসিংহ), ২৬ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি পাকা, আধা পাকা বোরো ধানসহ বিভিন্ন ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া রাত ৮টা পর্যন্ত বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার মশাখালী, চরআলগী ও গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

মশাখালী ইউনিয়নের ভাতুরী, বাইলনা, মুখী, আওলাজুর, আওকাপাড়া, বলদী ও মশাখালী গ্রামে ও গফরগাঁও ইউনিয়নের মহির খারুয়া,বাসুটিয়াসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে উঠতি বোরো পাকা ও আধাপাকা ধান, আম ও লিচুর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় প্রায় আধা ঘন্টা স্থায়ী শিলা ঝড়ে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা, বানেহালা, ধোপাঘাট, খারুয়া বড়াইল, লাওতৈল, রাওনা এবং যশরা ইউনিয়নের দৌলতপুর, বখুরা, পাড়া ভরট, আঠারোদানা গ্রামে পাকা বোরো ধান ও আম লিচু ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ও রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আধাপাকা ও পাকা বোরো ধানসহ বিভিন্ন ফসিল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। অতিরিক্ত শিলা বৃষ্টির কারণে কৃষকের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত