বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • অবশেষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স

অবশেষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স

অবশেষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স

বেরোবি, ২৬ এপ্রিল, এবিনিউজ : অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি বিভাগে বাধ্যতামুলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স চালু হচ্ছে। ২০১৭-২০১৮ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিষ্টার থেকে এই কোর্সটি চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের সকল শিক্ষার্থীর জন্য ননক্রেডিট এবং বাধ্যতামুলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্সটি পরিচালিত হবে।

গতকাল বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কনফারেন্স রুমে বিশ^বিদল্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল, ২০১৮ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে সমাপনী বক্তব্যে ‘রোকেয়া স্টাডিজ’ বিষয়ক কোর্স চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এর আগে গত ২০/০৪/২০১১ তারিখে একাডেমিক কাউন্সিলের ৫ম সভার সুপারিশক্রমে এবং ২২/০৪/২০১১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৭তম সভায় এবিষয়ে অনুমোদন দেয়া হলেও দীর্ঘদিন কোর্সটি চালুর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এবিএন/তপন কুমার রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত