জগন্নাথপুর(সুনামগঞ্জ) , ২৬ এপ্রিল, এবিনিউজ : জগন্নাথপুরের পল্লীতে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার চকতিলক গ্রামের সাতবিলা হাওরের পশ্চিম পাড়ে নজরুল মিয়ার বাড়ির পার্শ্বে কাচা রাস্তার উপর ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে জগন্নাথপুর থানার এসআই মো.লুৎফুর রহমান ,এসআই গোলাম মূর্শেদ ফাত্তাহ চৌধুরী, এএসআই মো.মোশাহিদ মিয়া, এসআই তপন দেব, এএসআই সাদেকুর রহমানসহ একদল পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাকরা পালানোর চেষ্টা করে।
পুলিশ সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল , উপজেলার চক তিলক গ্রামের মৃত ইয়াছিন উল্লাহ ছেলে মানিক মিয়া (৪৯), পশ্চিম তিলক গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে ছালিক মিয়া (২৭), পাঠকুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুনু মিয়া (৩২), বুরাইয়া গ্রামের ঠাকুরধন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), শাহারপাড়া (মিরপুর) গ্রামের মিয়াধন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৭) ও শাহারপাড়া (নারায়নপুর) গ্রামের আসক আলী ছেলে দুলাল মিয়া (২৮)।
পুলিশ জানান উপজেলার চকতিলক গ্রামের সাতবিলা হাওরের পশ্চিম পাড়ে নজরুল মিয়ার বাড়ির পার্শ্বে কাচা রাস্তার উপরে ১৬ / ১৭ জনের একটি ডাকাত দল অস্ত্র-শস্ত্র সহ ডাকাতির করার উদ্দেশ্যে সমাবেত হইয়া শলাপরামর্শ করিতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উল্লেখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাকরা পালানোর চেষ্টা কলা ৬ জনকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার এসআই মো.লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বুধবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/নির্ঝর