বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ধোনি-রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইয়ের দারুণ জয়

ধোনি-রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইয়ের দারুণ জয়

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : যেন অসম্ভবকে সম্ভব করলেন আম্বতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তারা করে ম্যাচ জিতল ধোনির চেন্নাই সুপার কিংস। রাইডু ৫৩ বলে করলেন ৮২ রান। ধোনি ৩৪ বলে অপরাজিত ৭০। ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন ৩৬ বছর বয়সেও অবিশ্বাস্য ব্যাটিং করে চলা ভারতের সাবেক অধিনায়ক। ৫ উইকেটে এদিন ম্যাচ জিতল চেন্নাই।

২০৬ রানের লক্ষ্যে শেন ওয়াটসনের দিকে তাকিয়ে ছিল চেন্নাই। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার আউট মাত্র ৭ রানে। সুরেশ রায়নাও ফিরে যান ১১ রান করে। ব্যর্থ হয়েছেন স্যাম বিলিংস (৯) ও রবিন্দ্র জাদেজাও (৩)। ৭৪ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে নিশ্চিত হারের দিকেই এগোচ্ছিল চেন্নাই।

কিন্তু তখনও যে রাইডু ও ধোনির ম্যাজিক দেখা বাকি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগের ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলা রাইডু আাবারও দাঁড়িয়ে যান। তার সঙ্গে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামা ধোনি দেখালেন তার কারিশমা। দুজন চার-ছক্কায় বৃষ্টি ঝরিয়ে হতাশায় ডোবান বেঙ্গালুরুকে।

রান আউট হওয়ার আগে রাইডু ৫৩ বলে ৩ চার ও ৮ ছক্কায় খেলে যান ঝড়ো ৮২ রানের ইনিংস। তবে ধোনিকে আর ফেরাতে পারেনি বেঙ্গালুরু। চেন্নাই অধিনায়ক ছিলেন আরও ভয়ঙ্কর, মাত্র ৩৪ বলে ১ চার ও ৭ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

ডোয়াইন ব্রাভোর অবদানও কম নয়, শেষ ওভারে জয়ের জন্য যখন চেন্নাইয়ের দরকার ১৬ রান, তখন তার ব্যাট থেকেই আসে ১১ রান। আর ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন ম্যাচসেরার পুরস্কার জেতা ধোনি।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত