বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

স্ত্রী-সন্তানের পর না ফেরার দেশে মানিক

স্ত্রী-সন্তানের পর না ফেরার দেশে মানিক

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর মিরপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে সন্তানসহ মায়ের মৃত্যুর পর এবার বাবাও চলে গেলেন না-ফেরার দেশে। তার নাম মানিক মিয়া (৩৫)। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মানিক মারা যান।

আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুরের একটি ৫ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন দগ্ধ হন। ৩ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৭ মাসের শিশু তামিম মারা যায়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মারা যান তামিমের মা মিনা বেগম (২৮)।

মিরপুরের ১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের ৫ তলা বাসার নিচতলায় সপরিবার থাকতেন মানিক।

ডা. পার্থ শঙ্কর পাল জানান, মিনার শরীরের ৮৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত