![মৌলভীবাজারে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/molovibazar_abnews24_136919.jpg)
মৌলভীবাজার, ২৬ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগুনে পুড়ে মা রোকেয়া বেগম (৫০) ও মেয়ে শাহিনা আক্তারের (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ছেলে মুন্না (২২)। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাত সোয়া ২টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ভোজবল গ্রামে মৃত ওয়াছির মিয়ার স্ত্রী রোকেয়া বেগমের (৫০) আধাপাকা (সেমিপাকা) বসতঘরে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুন লেগে যায়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজনগর থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই শাহিনা আক্তার মারা যান। গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগম এবং তার মুন্নাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢামেকে নেওয়ার পথেই রোকেয়া বেগম মারা যান। মুন্নাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম