বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় ১৩ শিক্ষার্থী নিহত

ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় ১৩ শিক্ষার্থী নিহত

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : ভারতের উত্তরপ্রদেশে স্কুলবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজ্যের খুশিনগর জেলায় একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ডিভাইন পাবলিক স্কুলের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ওই বাসে ২৫ শিক্ষার্থী ছিল। এদের বয়স ১০-এর নিচে। ঘটনাস্থলেই ১৩ শিশু নিহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

রেলওয়ে কর্মকর্তা আরও জানান, ওই রেলক্রসিংয়ে একজন গেটকিপার ছিলেন। তিনি স্কুলবাসটিকে থামানোর চেষ্টা করেছিলেন।

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য একটি মেডিকেল ট্রেন গোড়াকপুর থেকে গেছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত