বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মৌলভীবাজারে নিরাপত্তাহীনতায় সাংবাদিকের পরিবার

মৌলভীবাজারে নিরাপত্তাহীনতায় সাংবাদিকের পরিবার

মৌলভীবাজারে নিরাপত্তাহীনতায় সাংবাদিকের পরিবার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পাহাড়ি এলাকায় সরকারি খাস জায়গা দখল করে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে রিসোর্ট নির্মাণ, শ্রীমঙ্গল স্টেশন সড়কের সংস্কার কাজে ঠিকাদারের ব্যাপক দুর্নীতি ও মাদক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন গাজী টিভি ও সারাবাংলার প্রতিনিধি হৃদয় দেবনাথ।

হৃদয় দেবনাথ জানান, তার সংবাদ প্রকাশের পর পরই স্টেশন সড়কের সংস্কার কাজে দুর্নীতি পেয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেন সংস্কার কাজ। সেই সঙ্গে পাহাড় কাটায় জড়িত থাকার প্রমাণ পেয়ে প্রভাবশালী তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

তিনি আরো জানান, সম্প্রতি শ্রীমঙ্গলে মাদকের ওপর তথ্য সংগ্রহ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালান মাদক ব্যবসায়ী রাজন ও তার দলবল। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রায় একমাস শয্যাশায়ী থাকার পর কিছুটা সুস্থ হন তিনি। সম্প্রতি তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান।

হৃদয় দেবনাথ দাবি করেন, ‘সম্প্রতি কিছু অপরিচিত লোকজন আমাকে অনুসরণ করছে। গত দুই দিন আগে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিক থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এসে আমার সামনে থামে এবং আমাকে ও আমার পরিবারকে গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। তবে তিনজনের কাউকেই আমি আগে কোনোদিন দেখিনি। সেদিন থেকে আমি ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধই করে দিয়েছি।'

থানায় জিডি করার বিষয়ে হৃদয় দেবনাথ বলেন, ‘পুলিশের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। মাদক ব্যবসায়ীদের হামলায় যে দিন আমি মরতে মরতে বেঁচে গেছি সেদিন জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই আমি শ্রীমঙ্গল থানার ওসি নজরুল সাহেবকে ফোন করি কিন্তু ফোন করার এক ঘন্টা পরে তিনি পুলিশ পাঠিয়েছেন। তাৎক্ষণিক সময়ে যদি পুলিশ যেত তাহলে আমার শরীরের এত অবনতি হতো না।’

হৃদয়ের স্ত্রী পূরবী ধর বলেন, ‘আমি সরকারি চাকরি করি কিন্তু অফিসে যেতে সবসময় একটা ভয় কাজ করে প্রায়দিনই অফিসে ভয়ে যেতে পারি না। এদিকে আমার বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় হয়। ছেলেকে একদিন স্কুলে পাঠালে চারদিন পাঠাই না। সোজা কথা প্রতিটা সেকেন্ড আতঙ্কে কাটছে আমাদের।’

এবিএন/হৃদয় দেবনাথ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত