বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ), ২৬ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগঁও সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- ভারতের শিলং জেলার রানীগৌর থানার চারাগাঁও বস্তির অরজিৎ হাজং (৬০), তার স্ত্রী দেব জুনি হাজং (৪৫), একই থানার বান্দু বস্তি গ্রামের নিখিল হাজং এর ছেলে রামলা হাজং (৫০) ও একই গ্রামের সানু গারোর স্ত্রী জাসনা গারো (৪৫)।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের ব্যাপারে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে। এদিকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই সীমান্ত এলাকা থেকে ভারতের রিজার্ভ ফোর্স ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।

এরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাইজহাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চান মিয়া (২৮) পিতা অজ্ঞাত, সুজন মিয়া (৩৫) ও সচীন দাস (৩৮)।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত