![রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কা : নিহত ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/road-accident@abnews24_136941.jpg)
রংপুর, ২৬ এপ্রিল, এবিনিউজ : রংপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালকের অবস্থা আশঙ্কাজনক।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহাদেবপুর চওড়াপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোসাদ্দেক আজাদের স্ত্রী মনি বেগম (২০), মনির চাচি অফিয়া খাতুন (৫০) ও অ্যাম্বুলেন্সের সহকারী তুষার (১৮)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, অন্তঃসত্ত্বা মনি ও তার ৩ আত্মীয়কে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি। চওড়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মনি ঘটনাস্থলেই মারা যান। আহত ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।
চিকিৎসাধীন ৩ জনের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের লাশ ওই হাসপাতালের হিমঘরে রয়েছে। আর অ্যাম্বুলেন্স ও ট্রাকটি পুলিশ থানায় নিয়ে গেছে।
এবিএন/সাদিক/জসিম