বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গলাচিপায় বৈশাখী মেলার পুরুস্কার বিতরণ

গলাচিপায় বৈশাখী মেলার পুরুস্কার বিতরণ

পটুয়াখালী, ২৬ এপ্রিল, এবিনিউজ : বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে দেশের প্রতিটি অঞ্চলের ন্যায় পটুয়াখালী গলাচিপা উপজেলা প্রশাসনে আয়জনে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী বৈশাখী মেলা।

বিভিন্ন রকমের ষ্টোলের মাধ্যমে উপজেলার তুরস্ক বাংলাদেশ ফ্রেন্ডসিপ স্কুলের মাঠে আনন্দন উদ্দেপনা আর সংস্কৃতি অনুষ্ঠান এবং জনসাধারণের আর একটু বেশি বিনোদন, দেয়ার লক্ষ্যে দর্শকপ্রিয়দের জন্য ছিলো ১ শত টাকার লাকিকুপনে ১৫০ সিসি মটরগাড়ি, চার দরজা বিশিষ্ট একটি ফ্রিজ ও ৪৩" ইন্চি এল ই ডি কালার টেলিভিশনসহ ১শ’টি আকর্ষণীয় পুরস্কার।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বৈশাখী মেলার লাকিকুপনের বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান সামছুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ারকামরুল, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ মুশফিকুর রহমান রিচার্ড, রিপোটার্স ক্লাবের সাজ্জাদআহমেদ মাসুদ, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, মাসুদ, সঞ্জিব দাসসহ বৈশাখী মেলা আয়োজকের সহকর্মীবৃন্দ।

এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত