রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কম্বোডিয়ার জালে বাংলাদেশের গোল উৎসব

কম্বোডিয়ার জালে বাংলাদেশের গোল উৎসব

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : কিছু দিন আগে বাংলাদেশ জাতীয় হকি দল আফগানিস্তানকে ২৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল। গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে জিমি-চয়নরা এ সাফল্য পেয়েছিলেন। এবার বাংলাদেশ যুব হকি দলও বিশাল ব্যবধানে জিতেছে কম্বোডিয়ার বিপক্ষে। যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে তারা ২০-০ গোলে জিতেছে।

আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান শফিউল আলমের। ম্যাচে তিনি একাই ৭ গোল করেন। এ ছাড়া রাকিবুল হাসান ৪টি ও সারোয়ার শাওন ৩টি গোল করেন। আবেদ উদ্দিন ও প্রিন্স ২টি করে এবং মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ মহসিন একটি করে দলের সাফল্যে অবদান রাখেন।

এ আসরের সেরা দুই দল আগামী অক্টোবরে আর্জেন্টিনায় যুব অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আসরে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে লাল-সবুজের দল। ৬ পয়েন্ট নিয়ে অবশ্য তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা।

এর আগে প্রথম ম্যাচেও বাংলাদেশ বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। সে ম্যাচে তারা সিঙ্গাপুরকে ১০-৪ গোলে উড়িয়ে দিয়েছিল। এ নিয়ে দুই ম্যাচে বাংলাদেশ ৩০ গোল করেছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত