_136947.jpg)
জামালপুর, ২৬ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে বজ্রপাতে কৃষক ফরিদুল ইসলাম (৩১) এর মৃত্যু হয়েছে। নিহত ফরিদ গুজামানিকা গ্রামের আ: সালামের ছেলে বলে জানাগেছে।
এলাকাবাসি জানিয়েছে, ২৫ এপ্রিল সন্ধ্যা ৫টার দিকে ধানকাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এবিএন/মো:শাহ্ জামাল/জসিম/নির্ঝর