বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রাজনগরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

রাজনগরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজার, ২৬ এপ্রিল, এবিনিউজ : মৌলভীবাজারের রাজনগরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ছেলে। গতকাল বুধবার রাত সোয়া ২টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ভুজবল গ্রামে এই ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রোকেয়া বেগমের টিনশেড বিল্ডিং এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রাজনগর থানার উিউটি অফিসার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: বিল্লাল হোসেন জানান, অগ্নিকা-ে দগ্ধ হয়ে রোকেয়া বেগম (৫০), তার মেয়ে শাহিনা আক্তার (২১) আগুনে পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ রোকেয়া বেগমের ছেলে মুন্না আজিজ (১৯) কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। নিহত রোকেয়া বেগম ঐ এলাকার মৃত ওয়াছির মিয়ার স্ত্রী।

এবিএন/ আতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত