![শিবগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/paddy_abnews_136949.jpg)
শিবগঞ্জ (বগুড়া), ২৬ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে শত শত হেক্টর জমির ফসল, টিনের শতাধিক বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বুধবার রাত ১২টার দিকে কাল বৈশাখীর প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টিতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর, মাঝপাড়া, সাদুল্লাপুর, কৃষ্টপুর, উথলী, নারায়নপুরসহ আরো অনেক এলাকার শত শত হেক্টর জমির বোরো ধান, ভূট্টা, মরিচের গাছ, কলা বাগানসহ আরো অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে অাম ও কাঠাল গাছের ডাল পালা। প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টির কারণে এলাকার শতাধিক পরিবারের টিনের বাড়িঘর ভেঙে দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ ইউনিয়নের মেদিনীপাড়া গ্রামের কৃষক চুন্নু মিয়া বলেন, গত রাতের ঝড় বৃষ্টির কারণে আমার ২ বিঘা জমির বোরো ধন মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তেলিপাড়া গ্রামের কৃষক রুবেল মন্ডল ও শহিদ মন্ডল বলেন বোরো ধানের পাশাপাশি আমাদের ভূট্টা, কলাগাছ, মরিচের গাছ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার দক্ষিণ তেলিপাড়া গ্রামের মহিদুল ইসলাম,কামাল হোসেন, মোখছেদ আলী, তছকিন উদ্দিন, আ. ছাত্তার সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা গরীব মানুষ,আমাদের টিনের ছাপড়া বাড়ি সেটিও ঝড় ও শিলা বৃষ্টির কারণে ভেঙে তছনছ হয়ে গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু বলেন, এই ইউনিয়নের প্রায় শতাধিক বাড়িঘর ঝড়ে ভেঙে তছনছ হয়েছে। পাশাপাশি ইরি বোরো ধান গাছ মাটিতে শুয়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ আহম্মেদ বলেন, ঐ ইউনিয়নে ঝড় ও শিলা বৃষ্টির কারণে প্রায় ২০ হেক্টর জমির ইরি বোরোসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার আশাংকা করা হচ্ছে।
এবিএন/খালিদ হাসান/জসিম/এমসি