![কলমাকান্দায় গবাদী পশুর টিকাদান কর্মসূচি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/tika_abnews_136950.jpg)
কলমাকান্দা (নেত্রকোনা), ২৬ এপ্রিল, এবিনিউজ : জেলার কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির উদ্যোগে রংছাতি ও পোগলা ইউনিয়নে গবাদী পশুর ৩ দিনব্যাপী টিকাদান কর্মসূচি আজ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
সিবিও আকাশ, সাগরিকা ও চন্দ্র সমিতির আওতাভূক্ত ও এলাকার কৃষকদের কয়েকশত গরু ছাগলকে ভ্যাক্সিন দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের পক্ষে তিমথী হিরক সাংমা, আলী আকবর, নাছিমা আক্তার, ইমান আলী, আব্দুল বাতেন ও প্রাণী সম্পদ বিভাগের উপজেলা কর্মকর্তা ডা ফারুক হোসেন ও সারোয়ার জাহান প্রমুখ।
এবিএন/আ. রশিদ আকন্দ/জসিম/এমসি