![ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্রসসহ অাটক ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/rab_abnews_136953.jpg)
ময়মনসিংহ, ২৬ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্রসসহ ৬ জন অাটক করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানার দাপুনিয়া এলাকা থেকে একাধিক মামলার অাসামী মো. অাবুল হোসেনসহ ৬ জনকে অাটক করেছে র্যাব-১৪ এর একটি দল।
এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যগজিন, ১ রাউন্ড গুলি, ককটেল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১ লক্ষ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্বার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফিং এর মাধ্যমে র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
অটককৃতরা হলো- অাবুল হোসেন, ইকবাল হোসেন, অাশিকুজ্জামান, অানোয়ার হোসেন, অাতিকুল ইসলাম ও অাব্দুর রশিদ।
অাটককৃতদের বিরুদ্ধে স্থানীয় এলাকার লোকজনকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ভূমি দখল, চাদাবাজীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও অাটককৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অাটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/এমসি