শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিডস্টোর-সখীপুর সড়কের বেহাল দশা

সিডস্টোর-সখীপুর সড়কের বেহাল দশা

ভালুকা (ময়মনসিংহ), ২৬ এপ্রিল, এবিনিউজ : ভালুকার সীডষ্টোর বাজার হতে টাঙ্গাইলের সখিপুর সড়কটি খানা খন্দ ও ছোটখাটো ডোবায় পরিণত হয়ে এখন যেন মরনফাঁদ। এটাকে এখন রাস্তা না বলে ভাগাড় বলা যায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিডষ্টোর-ভায়া বাটাজোর-সখিপুর সড়কের বাটাজোর বাজারের গুরুত্বর্র্পুণ অংশে বিশাল গর্ত থেকে এখন ডোবায় পরিনত হয়েছে। একটু বৃষ্টিতেই পরিনত হয় অথৈ জলাধার। বাজারের ভেতরেও রয়েছে ছোট-বড় অনেক গর্ত। এই সড়কে বাস, অটো রিক্সা, মালবাহী ট্রাক, লরি, পিকাপ ভ্যানসহ প্রতিদিন মিল শ্রমিকবাহী শতশত যানবাহন সখীপুর ও বাটাজোর বাজার থেকে সীডষ্টোর হয়ে উত্তরে ময়মনসিংহ আর দক্ষিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে।

চলতি এইচ এস সি পরীক্ষার্থীবাহী যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়েছে, যার কারনে সময় মত তারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারিেন বলে জানিয়েছে একাধীক অভিভাবক। বাটাজোড় কেন্দ্রের পরীক্ষাথীরা জানায়, রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় তাদের দুইদিন পরীক্ষা কেন্দ্রে পৌছঁতে দেরি হয়েছে। সড়কে অসংখ্য বিশাল আকারের খানা-খন্দের কারণে সৃষ্টি হয় যানজট ও বিঘœ ঘটে গাড়ী চলাচলের।

অটো চালক মো. দেলোয়ার জানান, রাস্তা নষ্ট থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এ ছাড়াও বাটাজোর, কচিনা বাজার রাস্তাাটির মাঝে-মধ্যে কার্পেটিং উঠে গেছে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। যার দরুণ প্রতিদিনই গাড়ী বিকল হয়ে জনদুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। বর্ষা মৌসুমে এ সড়কটি অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিড়ম্ভনার শিকার হয় শত শত যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ। এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতে সংশ্লিষ্ট বিভাগের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এলজিইডি ময়মনসিংহ’র নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার জানান, সিডস্টোর-সখীপুর সড়কটির টেন্ডার হয়েছে, ঠিকাদার পাওয়া যাচ্ছেনা। জুলাই মাস থেকে কাজ শুরু হবে। সাময়িকভাবে রাস্তা সংস্কারের জন্য শীঘ্রই কাজ করা হবে।

এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত