বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিগঞ্জে বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন

কালিগঞ্জে বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন

কালিগঞ্জে বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন

কালিগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মৌতলা ইউনিয়ন পরিষদে বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় মৌতলা ইউনিযন পরিষদ হলরুমে এ ওরিয়েন্টেশনের শুভ উদ্ভোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট এ্যান্ড মার্কেটিং অফিসার নিলুফা ইয়াসমিন এর সঞ্চলনায় এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কমিউনিটি সুপারভাইজার বায়তুল ইসলাম, সাবিনা ইয়াসমিন সহ ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকার খামারি।

দিনব্যাপি ওরিয়েন্টেশনে এলাকার খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত