বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে গতকাল সকাল ১০ টায় নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে “পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ পালন করা হয়েছে। মৌতলা ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মৌতলা ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। র‌্যালি শেষে মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচণা সভায় নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় ও নবযাত্রার এমসি এইস এম অর্গানাইজার মার্কোস সিলভানো সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাবে অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে মূল্যবান জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলতে হলে নারী, পুরুষ, শিশুসহ সকলের জন্য মানসম্পন্ন পুষ্টি নিশ্চিত করা জরুরী। বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে খুব দ্রুত আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফ পি আই শংকর কুমার সিংহ, ভিডিসি সদস্য শাকিলা আমিন, অনুপ্রেরনাকারী মা আনজু আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেদেহী সহ ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও শিশুদের মা এবং পরিচর্যা কারীগণ। জাতীয় পুষ্টি সপ্তাহে অপুষ্ট শিশুকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য ১০জন মাকে পুরষ্কিত করা হয়।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত