বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় তেলকূপে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

ইন্দোনেশিয়ায় তেলকূপে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : ইন্দোনেশিয়ায় তেলকূপ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।

বুধবার ভোরের এ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১০ জন প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় আরও ১১ জন মারা যায়।

সুমাত্রা দ্বীপের আচেহ্ প্রদেশের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন উপরে প্রায় ৭০ মিটার পর্যন্ত পৌঁছে যায়। আগুনের শিখা ঘরবাড়ি ও পাম গাছ ছাড়িয়ে যায়।

পেউরেউলাক গ্রামে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ আগুন নেভাতে সক্ষম হয়।

আচেহ দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা হেনি নুরমায়ানি বলেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। আমরা ঘটনাস্থলের পরিস্থিতি ও আহতদের পর্যবেক্ষণ করে যাচ্ছি।’

তিনি বলেন, এ ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত