![আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় নিহত ৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/taleban_136963.jpg)
ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে দাশস-ই-আরশী জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে আজ বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে আট জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে।
জেলা গভর্নর নাসরুদ্দিন নাজারি সাদি এ কথা জানান।
সাদি বলেন, ‘তালেবান জঙ্গিরা আজ ভোরে দাশত-ই-আরশী জেলার কালতারাশ এলাকায় সেনা নিরাপত্তা চৌকিতে হামলা শুরু করে।’
এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন তালেবান জঙ্গি হতাহত হয়েছে বলেও জানান তিনি।
এবিএন/সাদিক/জসিম