![আগৈলঝাড়ায় দুই মাদকসেবী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/atok2_136966.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৬ এপ্রিল, এবিনিউজ : আগৈলঝাড়ায় এক মাদকসেবীসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে একজনকে আর্থিক দণ্ড ও অপর জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া গ্রামের ধীরেন সরকারের ছেলে রিপন সরকার (২৮) কে গাঁজা সেবনের সময় দুই পুরিয়া গাঁজাসহ পুলিশ আটক করে।
আটককৃত রিপনকে বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের আদালতে হাজির করলে আদালত তাকে সাত হাজার টাকা আর্থিক দন্ডে দন্ডিত করে।
অর্থ প্রদান করে রিপন ছাড়া পায়। অন্যদিকে অশোকসেন গ্রাম থেকে নিয়মিত মামলার পলাতক আসামী খালেক সরদারের ছেলে মাসুম সরদার (৩০) কে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) খোন্দকার আবুল খায়ের গতকাল গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে।
এবিএন/ অপূর্ব লাল সরকার/জসিম/এনকে